১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলো কয়েক হাজার ট্রেনযাত্রী

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে একসঙ্গে একই লাইনে দুই ট্রেন ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। যদিও এতে বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন কয়েক হাজার ট্রেনযাত্রী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব দিক থেকে স্টেশনের ৬ নম্বর লাইনে শানটিং করছিল রামসাগর এক্সপ্রেস ট্রেন। বিকালে সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি আউটার সিগন্যালে প্রবেশ করে। এ সময় সুইচ কেবিন থেকে নির্দেশ দেওয়া হয় ট্রেনটিকে ৬ নম্বর লাইনে প্রবেশ করার। সিগন্যাল পেয়ে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে প্রবেশ করে। কিন্তু চালক আব্দুস সামাদ ওই লাইনে প্রবেশ করেই আরেকটি ট্রেনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পান। এ সময় তার দক্ষতায় ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশের পর ব্রেক করে নিয়ন্ত্রণে নেন। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় কয়েক হাজার যাত্রী।

পরে রামসাগর এক্সপ্রেস ট্রেনটিকে ওই লাইন থেকে সরিয়ে ইয়ার্ডে নেওয়া হয়। এরপর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ৬ নম্বর লাইনে প্রবেশ করে।

ট্রেনের পরিচালক বজলুল করিম বলেন, ‘সুইচ কেবিনের নির্দেশে আমার ট্রেনটি ওই লাইনে প্রবেশ করে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।’

রিলে কেবিনের সিগন্যাল মাস্টার নুর কুতুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ১৭, ২০২৫
temperature icon 38°C
few clouds
Humidity 14 %
Pressure 1003 mb
Wind 21 mph
Wind Gust Wind Gust: 34 mph
Clouds Clouds: 15%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:12
Sunset Sunset: 18:14

⠀আরও দেখুন

Scroll to Top