১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

উপদেষ্টা কাকে বানাবেন, সেটা ড. ইউনূস ভালো বুঝবেন: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দ্রব্যমূল্য কোনও কোনও ক্ষেত্রে মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, এটা নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের বেশি গুরুত্ব দেওয়া উচিত। শুধু রাজনৈতিক সংস্কার নয়, অর্থনৈতিক সংস্কারের ব্যাপারেও সরকারের উচিত হবে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।’

বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে কাকে নিয়োগ দেওয়া হবে, সেটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। এ ব্যাপারে বিএনপির কোনও বক্তব্য নেই।’

সাম্প্রতিক তিন উপদেষ্টা নিয়োগ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা অত্যন্ত বিচক্ষণ, মেধাবী এবং যোগ্য মানুষ। তিনি যাকে প্রয়োজন মনে করবেন তাকেই উপদেষ্টা হিসেবে নিয়োগ করবেন। তবে বিএনপির পরামর্শ থাকবে, এ ব্যাপারে যেন তারা সতর্ক থাকেন। এই নিয়োগে যেন বিতর্কিত কাউকে না নেওয়া হয় বা কোনও বৈষম্য না রাখা হয়। এ ব্যাপারে ভুল হয়ে থাকলে তারাই সেটা সংশোধন করবেন বলে আমরা আশা করি।’

তিনি সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, ‘এই প্রস্তাব আমরা দলগতভাবে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছি। বিগত স্বৈরাচারী শাসনামল যে ১৭ বছরের গার্বেজ রেখে গেছে তা ১৭ দিনে বা ১৭ মাসে পরিষ্কার করা সম্ভব না, এতে সময় লাগবে।’ এ জন্য অধৈর্য না হওয়ার পরামর্শ দিয়ে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘তবে সবগুলো সংস্কার কাজে হাতে দেওয়ার প্রয়োজন এই সরকারের নেই। সেগুলো আগামী নির্বাচনের মাধ্যমে আসা পার্লামেন্ট সম্পন্ন করবে। তবে এই সরকারের দায়িত্ব সুষ্ঠু-শান্তিপূর্ণ কারচুপিমুক্ত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা।’

এর আগে মির্জা ফখরুল ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিএনপি সূত্রমতে, জুলাই গণ-অভ্যুত্থানের শেষ দিকে গত ৪ আগস্ট বিএনপির এই জেলা কার্যালয় আগুনে ভস্মীভূত করে আওয়ামী লীগ-যুবলীগের সন্ত্রাসীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরীফ হোসেন, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১১, ২০২৪
temperature icon 15°C
scattered clouds
Humidity 48 %
Pressure 1015 mb
Wind 3 mph
Wind Gust Wind Gust: 3 mph
Clouds Clouds: 47%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:41
Sunset Sunset: 17:15

⠀আরও দেখুন

Scroll to Top