১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

ঈদ উপলক্ষে হিলিতে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে এই মিষ্টি উপহার দেওয়া হয়।

বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার সুবেদার মোতালেব হোসেন বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য তিন প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে। সীমান্তে দুই বাহিনীর মধ্যে যেন সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতত্ববোধ বজায় থাকে। বিরাজমান সুসম্পর্ক যেন আরও জোরদার হয়, সুদৃঢ় হয়।

তিনি আরও বলেন, দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এ ধরনের রেওয়াজ চলে আসছে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ১৫, ২০২৫
temperature icon 19°C
overcast clouds
Humidity 43 %
Pressure 1018 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 90%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:53
Sunset Sunset: 17:35

⠀আরও দেখুন

Scroll to Top