২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Mirror Times BD

বসন্ত ও ভালোবাসা

ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত- কবিতার অমোঘ সত্য আজ বাস্তব হয়ে ফুটে উঠেছে ফুলে ফুলে, নানা রঙে সুশোভিত ও সুসজ্জিত হয়ে। আজ বিশ্ব ভালোবাসা দিবসও। একই সঙ্গে পহেলা ফাল্গুনও। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। যুগল উপলক্ষ। প্রেমিক যুগলের জন্য এক মহার্ঘ্য দিন হয়ে এসেছে দিনটি। শুধু জুটিদের কথা বললে অবশ্য যথার্থ বলা হয় না। ভালোবাসা দিবস আর প্রেমিক-প্রেমিকার একান্ত নিজস্ব দিন নেই।

এটি হয়ে উঠেছে সর্বজনীন। ভালোবাসা দিবস হয়ে উঠেছে সবার জন্য। ছেলে মাকে বিলক্ষণ ভালোবাসে। কিন্তু ঘটা করে সে-কথা যদি আজকে মুখে একবারও উচ্চারণ করে মায়ের সামনে, তবে জননীর আনন্দ কি বাধ মানবে? যিনি ভালোবাসেন, যিনি ভালোবাসা পেতে উন্মুখ, যিনি হারিয়ে যাওয়া ভালোবাসা খুঁজে চলেছেন নিরন্তর, যিনি ভালোবাসার কথা বলতে কুণ্ঠিত হন- সবার জন্য আজ এক পরম মাহেন্দ্রক্ষণ। ছাত্র তার শিক্ষককে বলুন, ভালোবাসি।সহকর্মী তার পাশের ডেস্কে কর্মরত মানুষটিকে বলুক, মেয়ে তার বাবাকে বলুক, তোমাকে ভালোবাসি। মা তার সন্তানদের বলুক, বাছারা তোমরা আমার জীবন, তোমাদের অনেক ভালোবাসি। বললেই হলো, উপহারসমেত বললে খুব ভালো, উপহার ছাড়াও বলতে বাধা নেই। দেখুন না কী কা-টাই না ঘটে যায় চারপাশে! ঝলমল করে উঠবে পরিবেশ। হেসে উঠবে প্রকৃতি। প্রকৃতি তো  স্মিত হেসে বসেই আছে এ দিনটির জন্য। কেননা, আজ যে পহেলা ফাল্গুনও। বসন্ত এসে গেছে তীব্র শীতকে ভ্রƒকুটি দেখিয়ে। রাশিয়া-ইউক্রেন, ইসরাইল-হামাস যুদ্ধের ধ্বংসযজ্ঞকে উপেক্ষা করে। প্রকৃতিও বার বার তার রুদ্ররূপ দেখিয়ে যাচ্ছে তীব্র শৈতপ্রবাহ, বৃষ্টি ও কুয়াশার মাধ্যমে মানুষকে দুঃখ-কষ্ট-দুর্ভোগ দিয়ে। তবু বসন্ত আসে। আসে ভালোবাসা। বাংলার মানুষ যেমন ভালোবাসতে জানে, তেমনি জানে প্রতিরোধ গড়ে তুলতেও। তার মনে রং ছড়ায় প্রকৃতি। সুজলা-সুফলা-শস্যশ্যামলা এই বাংলায় স্বল্পকালীন হলেও ফিরে ফিরে আসে ছয়-ছয়টি ঋতু। আমরা বড় সৌভাগ্যবান জাতি। আমাদের সুনাম আছে ভালোবাসতে পারা ও জানার। অচেনাকে আমরা সহজেই আপন করে নিই।আমরা উৎসব অন্তঃপ্রাণ জাতিও। উপলক্ষ পেলেই আমরা মেতে উঠি আনন্দে। চব্বিশ ঘণ্টার মেয়াদ নিয়ে দুটো বড় উৎসবের উপলক্ষ এসেছে আজ বাংলাদেশেও। পরপর দুদিন হলে এই উৎসব হতো ৪৮ ঘণ্টা- সেটি ভেবে হাহুতাশ করার কিছু নেই। ভালোবাসার জন্য দিবস কোনো বড় বিষয় নয়। প্রতিদিন ভালোবাসুন, কে বাধা দিচ্ছে!

পহেলা ফাল্গুন হলো বসন্তের সূচনা। লাল হলুদ সবুজ বর্ণে নিজেকে সাজাব এই বসন্তে। অন্যদিকে, অনেকেরই চলছে দুর্যোগকাল, বিশেষ করে গরিবদের। কোভিড-যুদ্ধের দামামা, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংকট ইত্যাদি মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়িয়েছে। অনেকেই শহর ছেড়ে ইতোমধ্যে চলে গেছেন গ্রামে। তাদেরও আপনার আনন্দের সঙ্গী করে নিন। ভালোবেসে তাদের উপকারে নিয়োজিত হোন। বসন্ত ও ভালোবাসা দিবসের যুগলবন্দি সৌরভ ছড়াবে। আপনিও আপনার হৃদয়ের জানালা খুলে দিন। সুবাস ছড়িয়ে দিন মানবকল্যাণে। তবেই না সার্থক হবে এই আহ্বানÑ ‘জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানবজীবন।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
এপ্রি ২৬, ২০২৫
temperature icon 26°C
clear sky
Humidity 65 %
Pressure 1006 mb
Wind 7 mph
Wind Gust Wind Gust: 12 mph
Clouds Clouds: 1%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 05:32
Sunset Sunset: 18:33

⠀আরও দেখুন

Scroll to Top