ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত- কবিতার অমোঘ সত্য আজ বাস্তব হয়ে ফুটে উঠেছে ফুলে ফুলে, নানা রঙে সুশোভিত ও সুসজ্জিত হয়ে। আজ বিশ্ব ভালোবাসা দিবসও। একই সঙ্গে পহেলা ফাল্গুনও। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। যুগল উপলক্ষ। প্রেমিক যুগলের জন্য এক মহার্ঘ্য দিন হয়ে এসেছে দিনটি। শুধু জুটিদের কথা বললে অবশ্য যথার্থ বলা হয় না। ভালোবাসা দিবস আর প্রেমিক-প্রেমিকার একান্ত নিজস্ব দিন নেই।
পহেলা ফাল্গুন হলো বসন্তের সূচনা। লাল হলুদ সবুজ বর্ণে নিজেকে সাজাব এই বসন্তে। অন্যদিকে, অনেকেরই চলছে দুর্যোগকাল, বিশেষ করে গরিবদের। কোভিড-যুদ্ধের দামামা, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংকট ইত্যাদি মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়িয়েছে। অনেকেই শহর ছেড়ে ইতোমধ্যে চলে গেছেন গ্রামে। তাদেরও আপনার আনন্দের সঙ্গী করে নিন। ভালোবেসে তাদের উপকারে নিয়োজিত হোন। বসন্ত ও ভালোবাসা দিবসের যুগলবন্দি সৌরভ ছড়াবে। আপনিও আপনার হৃদয়ের জানালা খুলে দিন। সুবাস ছড়িয়ে দিন মানবকল্যাণে। তবেই না সার্থক হবে এই আহ্বানÑ ‘জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানবজীবন।’