চতুর্থ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এও বলেছেন, গরিবদের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত। এটা নিশ্চিত করতে হবে যে, তারা যেন কোনো অবস্থাতেই বঞ্চিত না হয় চিকিৎসা প্রাপ্তি থেকে। রাষ্ট্রপতি দেশের মেডিক্যাল শিক্ষা, চিকিৎসা ও গবেষণা কার্যক্রমে আরও গতিশীলতা আনয়নসহ চিকিৎসাসেবা ব্যবস্থাপনায় উন্নিতির প্রশংসাও করেছেন।
সেসব স্থানে গরিব মানুষ চিকিৎসাসেবা নিতে গিয়ে আর্থিক ক্ষতিসহ প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত। মারাও যাচ্ছেন ভুয়া চিকিৎসকের কবলে পড়ে। রাষ্ট্রপতি অবৈধ এসব হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের চিকিৎসাসেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেন কোনো নেতিবাচক ধারণার সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চিকিৎসক সম্প্রদায়ের প্রতি।
সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী নিজেও অবৈধ হাসপাতালের ভুক্তভোগী উল্লেখ করে গণমাধ্যমে বলেছেন, দেশের সব অবৈধ তথা লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার অবিলম্বে বন্ধ করে দেওয়ার জন্য। বলেছেন, সংশ্লিষ্ট মালিক কর্তৃপক্ষকেই নিজ উদ্যোগে সেগুলো বন্ধ করতে হবে। তা না হলে সরকার তথা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিসংখ্যানে জানা যায়, দেশে নিবন্ধিত মোট বেসরকারি হাসপাতালের সংখ্যা ১৩ হাজার ৬১১টি। লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে ২২ হাজার ৪২৭টি। নতুন হাসপাতাল তৈরির আবেদনের সংখ্যা ১৮ হাজার ৬২৫টি। এর বাইরেও সারাদেশে ছড়িয়ে রয়েছে কয়েক হাজার হাসপাতাল ও ক্লিনিক- যার সংখ্যা হতে পারে অর্ধ লক্ষাধিক।