২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Mirror Times BD

বিএড-উচ্চতর স্কেল পাচ্ছেন বেসরকারি স্কুল-কলেজের ২৭০৪ শিক্ষক

ঢাকা : দেশের বেসরকারি স্কুল ও কলেজের দুই হাজার ৭০৪ শিক্ষককে বিএড ও উচ্চতর স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি। তাদের মধ্যে এক হাজার ৬৬৩ জনকে উচ্চতর স্কেল ও এক হাজার ৪১ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়া হবে।

বুধবার (১২ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মার্চ মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় দেশের বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগ পাওয়া এক হাজার ৪৮৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খান।

একই সভায় সারাদেশের বিভিন্ন অঞ্চলের বেসরকারি স্কুল-কলেজের এক হাজার ৬৬৩ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের এক হাজার ২৭০ জন ও কলেজের ৩৯৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৫২, চট্টগ্রামের ৬৫, কুমিল্লার ১১১, ঢাকার ১২০, খুলনার ১৭৫, ময়মনসিংহের ৯৭, রাজশাহীর ৫৯, রংপুরের ৪৩৩ এবং সিলেটের ৫৮ জন।

বিএড স্কেল পাচ্ছেন ১০৪১ জন
বেসরকারি স্কুলে কর্মরত এক হাজার ৪১ জন শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৭০, চট্টগ্রামের ১০৬, কুমিল্লার ৮৪, ঢাকার ১৮৩, খুলনার ৩১০, ময়মনসিংহের ৬১, রাজশাহীর ১৯৪, রংপুরের ৮ এবং সিলেট অঞ্চলের ২৫ জন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
এপ্রি ২৬, ২০২৫
temperature icon 29°C
clear sky
Humidity 65 %
Pressure 1007 mb
Wind 8 mph
Wind Gust Wind Gust: 11 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 05:32
Sunset Sunset: 18:33

⠀আরও দেখুন

Scroll to Top