দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদীর পৌর এলাকা বাদে দেশের অন্য সব এলাকার প্রাথমিক বিদ্যালয় আগামী রবিবার থেকে পাঠদান শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ওইসব এলাকার স্কুলেও পাঠদান শুরু হবে।
আজ (৩১ জুলাই) বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত আদেশে বিষয়টি জানানো হয়েছে।
অন্যদিকে, সভা শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল সামাদ বলেন, ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে। তবে সংশ্লিষ্ট জেলার কারফিউয়ের সময় অনুযায়ী শ্রেণিকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ২৪ জুলাই সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় ঘোষণা করা হয়। সেদিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সংবাদমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।