১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

তিতুমীর শিক্ষার্থীদের ব্যারিকেড: ১৫ ট্রেনের শিডিউল বিপর্যয়

ঢাকা : সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা মহাখালী লেভেল ক্রসিং অবরোধ করায় এখন পর্যন্ত অন্তত ১৫টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত ১৫টি ট্রেন ছাড়তে দেরি হয়েছে। অনেক ট্রেন এখন পর্যন্ত আসতেও পারেনি বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা বিভাগ) মহিউদ্দিন আরিফ।’

এর মধ্যে কমলাপুর স্টেশন থেকে রাজশাহী ও নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা দুটি আন্তঃনগর ট্রেন তেজগাঁও স্টেশনের কাছে আটকা পড়েছে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা টিকিটের টাকা ফেরত চাচ্ছেন, তাদের দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যার কথা জানিয়েছি। কিন্তু কখন থেকে ট্রেন চলাচল চালু হবে, তা বলা যাচ্ছে না।

উল্লেখ্য, শিক্ষার্থীদের অবরোধের কারণে আজ বিকেল পৌনে ৪টা থেকে ঢাকার সঙ্গে দেশের অধিকাংশ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ১৩, ২০২৫
temperature icon 15°C
clear sky
Humidity 50 %
Pressure 1012 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:57

⠀আরও দেখুন

Scroll to Top