৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

ক্লান্তি দূরে ইফতারে রাখুন তরমুজের মজিতো

মিরর ডেস্ক : গরমের ফলগুলোর মধ্যে তরমুজ অন্যতম। গরম আর রোজার মধ্যে রসে টইটুম্বুর এই ফলটি কেবল আমাদের প্রাণ জুড়াতেই সাহায্য করে না, এর রয়েছে বেশকিছু গুণ। পুষ্টিতে ভরপুর তরমুজের শরবত রাখতে পারেন ইফতারে।

কারণ রোজায় সারাদিন খালি পেটে থাকার কারণে শরীরে পানিশূন্যতা তৈরি হয়। তাই ইফতারে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত শরীরের পানির ঘাটতি দূর করে স্বস্তি দেয়।

যা যা লাগবে

১. একটি তরমুজের অর্ধেক

২. ১টি লেবুর রস

৩. ৭-৮টি পুদিনাপাতা

৪. ব্রাউন সুগার পরিমাণমতো

৫. কোমল পানীয় ও

৬. বরফ কুচি।

বানানোর পদ্ধতি

প্রথমে তরমুজ কেটে টুকরো টুকরো করে নিন। এরপর কাটা তরমুজের টুকরোগুলো থেকে বীজ ছড়িয়ে ভালোমত ব্লেন্ড করে নিন। ব্লেন্ডের সময় সাথে পুদিনাপাতা ও বাদামি চিনিও মিশিয়ে নিয়ে ব্লেন্ড করে নেবেন।

ব্লেন্ড করা হলে একটি গ্লাসে মিশ্রণটি ঢেলে বরফ কুচি মিশিয়ে দিন। এরপর মিশ্রণে ঢেলে দিন আপনার পছন্দমত কোমল পানীয়। তারপর বরফ ভালো করে মিশিয়ে নিন।

সবশেষে গ্লাসের উপর তরমুজ কুঁচি ও পুদিনা পাতা সাজিয়ে দিলেই তৈরি তরমুজের মোজিতো। ঠান্ডা ঠান্ডা পান করুন এই পানীয়।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
অক্টো ৯, ২০২৪
temperature icon 26°C
light rain
Humidity 86 %
Pressure 1011 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 95%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:01
Sunset Sunset: 17:44

⠀আরও দেখুন

Scroll to Top