ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া জাতীয় পার্টির প্রার্থী ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
রবিবার রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষনেতারাও অংশ নেবেন।
অনেক নাটকীয়তার পর দলটির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি। আওয়ামী লীগের সঙ্গে ২৬টি আসনে সমঝোতায় নির্বাচনে অংশ নেয় দলটি। এ নিয়ে বঞ্চিত নেতাদের অনেকের মধ্যে ক্ষোভ-অসন্তোষ সৃষ্টি করে। সমঝোতার ২৬ আসনের মাত্র ১১টিতে জয় পায় জাপা। নির্বাচনে দলটির প্রার্থীদের ৯০ শতাংশই জামানত হারিয়েছেন। নির্বাচনের ভরাডুবির পর দলের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সমালোচনা করে দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতা বহিষ্কার হন। এরপর জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে অনাস্থা জানিয়ে ও কয়েকজন কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দলটির ঢাকা মহানগর উত্তরের আটটি থানার ৬৬৮জন নেতা-কর্মী পদত্যাগ করেছেন।