মিরর ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে বলেছেন, ‘মুক্ত’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কীভাবে মুক্তি দেবো, তা বুঝে উঠতে পারছি না।
মঙ্গলবার (৯ জুলাই) সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উল্টো তিনি এ প্রশ্ন করেন।
আনিসুল হক বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দি ছিলেন। সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড স্থগিত রয়েছে। তার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ ছয় মাস করে দফায় দফায় বাড়ানো হচ্ছে।’