১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

জামায়াত মুনাফেকি ছাড়া আর কিছুই করেনি: রিজভী

রাজশাহী : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি জামায়াতে ইসলামকে সমর্থন করেনি। বিএনপি সরকারের উদারতার কারণে তারা দেশে প্রথম রাজনীতি করার সুযোগ পেয়েছে। এই দলের একটি চরিত্র আছে, সেটা হলো মুনাফেকি। একমাত্র মুনাফেকি ছাড়া এই দল আর কিছু করেনি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনার মতো ভয়ংকর দানবকে যখন দেশ থেকে বিতাড়িত করেছিল, তার কয়েক দিন পর জামায়াত বলে বসল, ‘আমরা আওয়ামী লীগের সব কিছু মাফ করে দেব।’ তাহলে আবু সাঈদের রক্ত কীভাবে মাফ করবেন? মুগ্ধের রক্ত কীভাবে মাফ করবেন? আহনাফের রক্ত কীভাবে মাফ করবেন?

এ ছাড়াও দলটিকে উদ্দেশ্য করে রিজভী বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছে, উস্কানি ছড়াচ্ছে। সেই ভারত আপনাদের কাছে প্রিয় হয়ে গেলে এটা খুবই দুঃখজনক।
এ সময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। স্মরণ সভায় বিএনপি নেতারা অন্তর্র্বতীকালীন সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ১৭, ২০২৫
temperature icon 35°C
scattered clouds
Humidity 16 %
Pressure 1003 mb
Wind 15 mph
Wind Gust Wind Gust: 27 mph
Clouds Clouds: 29%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:12
Sunset Sunset: 18:14

⠀আরও দেখুন

Scroll to Top