২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Mirror Times BD

উন্নয়ন প্রকল্প থেকে কমিশন, শেখ সেলিমের বিরুদ্ধে তদন্ত শুরু

ঢাকা : গত ১৫ বছর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৬ মার্চ) দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বিভিন্ন উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকার কমিশন সিন্ডিকেট চালাতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মন্ত্রী না থাকা সত্ত্বেও গত ১৫ বছর উন্নয়ন প্রকল্প থেকে কমিশন পেতে তিনি ‘শেখ পরিবারের প্রভাব’কে কাজে লাগিয়েছেন।

আখতার হোসেন জানান, এক হাজার ৩০০ কোটি টাকার প্রকল্পে ঠিকাদারের কাছ থেকে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ সেলিমের বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে যে শেখ সেলিম ক্ষমতার অপব্যবহার করেছেন এবং কমিশনের বিনিময়ে পছন্দের ঠিকাদারদের ১ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্পের কাজের আদেশ দিয়ে অনিয়ম ও দুর্নীতি করেছেন।

গত ৫ আগস্টের পর শেখ সেলিম আত্মগোপনে আছেন বলে জানা গেছে।

গত বছরের ২০ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শেখ ফজলুল করিম সেলিম ও তার পরিবারের মোট ৯১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের তথ্য তলব করে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ সেলিম ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
এপ্রি ২৬, ২০২৫
temperature icon 32°C
clear sky
Humidity 54 %
Pressure 1007 mb
Wind 8 mph
Wind Gust Wind Gust: 10 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 05:32
Sunset Sunset: 18:33

⠀আরও দেখুন

Scroll to Top