২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

শাফিন আহমেদের মৃত্যুতে শোকস্তব্ধ বন্ধু-সহকর্মীরা

মিরর বিনোদন : বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের দীর্ঘ সময়ের ভোকাল, সুরকার ও গীতিকার শাফিন আহমেদ। ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’সহ অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী আজ (২৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমেছে। নন্দিত এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার বন্ধু-সহকর্মীরা।

নগরবাউল জেমস: সকালে নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শাফিন আহমেদের গানের কয়েকটি লাইন ব্যবহার করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেমস। লিখেছেন, ‘চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্না/ যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না।’

সদ্য প্রয়াত শাফিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরো লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা বাংলাদেশের মাইলস ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রতি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকস্তব্ধ দর্শক-শ্রোতাদের প্রতি রইল গভীর সমবেদনা। আসুন আমরা সকলে তার আত্মার চিরশান্তি কামনা করি।’

পার্থ বড়ুয়া: শাফিন আহমেদের মৃত্যুতে শোকস্তব্ধ সোলসের পার্থ বড়ুয়া। তিনি বলেন, ‘খবর শুনে কিছুক্ষণ স্তব্ধ ছিলাম। আমাদের সম্পর্কটা ছিল আত্মিক। এই মুহূর্তে আর কিছু বলার ভাষা নেই।’

নকীব খান: রেনেসাঁ ব্যান্ডের শিল্পী, গীতিকার, সুরকার নকীব খান। শাফিন আহমেদের মৃত্যুতে তিনিও শোক প্রকাশ করেছেন। নকীব খান বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে এরকম একটা খবর পাব কখনো কল্পনাও করিনি। আমরা কখনো শুনিনি শাফিন অসুস্থ। আমাদের জন্য তার মৃত্যুর খবর মেনে নেওয়া কঠিন। কিছু বলার ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলেছি। শাফিনের অনেক কনট্রিবিউশন আছে ব্যান্ড মিউজিকে। সে নিজে গান লিখত, সুর করত, নিজেই গাইত। তিনি কেমন মিউজিশিয়ান ছিলেন তা সবারই জানা। ভালো গিটার বাজানো থেকে শুরু করে সে নিজেই একটা ব্যান্ড ছিল।

শাফিন আহমেদের মৃত্যু ব্যান্ড মিউজিকের জন্য বিরাট ক্ষতি। তা উল্লেখ করে নকীব খান বলেন, ‘আমাদের মাঝ থেকে এ ধরনের প্রতিভা চলে যাওয়া এটা আসলে ভাবতে পারছি না। শাফিন আহমেদের মৃত্যু দেশের ব্যান্ড মিউজিক ও ব্যান্ড ইন্ডাস্ট্রির জন্য এক বিরাট ক্ষতি। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। আমরা একসঙ্গে ব্যান্ড মিউজিক করতাম, এক স্টেজে গান থেকে অনেক স্মৃতি। তার মৃত্যু আমাদের জন্য বিশাল ক্ষতি।’

ফুয়াদ নাসের বাবু: সংগীত ব্যক্তিত্ব ও ব্যান্ড ফিডব্যাকের প্রধান সদস্য ফুয়াদ নাসের বাবু। মর্মাহত এ শিল্পী বলেন, ‘সকাল সকাল এমন একটা খবর আমাদের খুবই মর্মাহত করেছে। প্রথম শোনায় বিশ্বাস হয়নি, এখনো মনে হচ্ছে খবরটা হয়তো ভুল হতে পারে। শ্রোতাদের হৃদয় ছুঁয়েছিল তার গান। তার আকস্মিক মৃত্যুতে ভীষণ শোকাহত।’

লতিফুল ইসলাম শিবলী: শাফিন আহমেদের মৃত্যুর খবরে বিপর্যস্ত হয়ে পড়েছেন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী। তার ভাষায়— ‘নব্বইয়ের শুরুর দিক থেকেই শাফিন ভাইয়ের সঙ্গে আমার কাজ। ‘প্রত্যয়’ অ্যালবামে গান করেছি। এছাড়া শাফিন ভাইয়ের একক অ্যালবামে আমার লেখা অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। সত্যি কথা বলতে, তিনি খুব মজার মানুষ ছিলেন। তার উপস্থিতি সবাইকে মজিয়ে রাখতো। এই মানুষটার মৃত্যুর খবর শোনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। তার জন্য সব সময়ই দোয়া থাকবে। তিনি যেখানেই থাকবেন সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুক।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ২২, ২০২৫
temperature icon 15°C
clear sky
Humidity 54 %
Pressure 1011 mb
Wind 3 mph
Wind Gust Wind Gust: 3 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:52
Sunset Sunset: 17:41

⠀আরও দেখুন

Scroll to Top