১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

মৃত্যুর এক মাস পর গ্র্যামি জিতলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার

মিরর বিনোদন : গত বছরের ২৯ ডিসেম্বর প্রয়াত হয়েছেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার। তিনি বেঁচে ছিলেন ১০০ বছর। মৃত্যুর পর গ্র্যামি অ্যাওয়ার্ডসে ভূষিত হলেন তিনি। সোমবার বাংলাদেশ সময় সকালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডস, সেখানেই জিমির পুরস্কার জয়ের কথা জানা যায়। খবর ভ্যারাইটির।

অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে গ্র্যামি জিতেছেন জিমি কার্টার। নিজের কণ্ঠে নিজের জীবনকাহিনি বর্ণনা। সহজ কাজ তো নয়ই। কিন্তু সেই কাজই অসাধারণ দক্ষতার সঙ্গে সুসম্পন্ন করেছিলেন জিমি কার্টার। ‘লাস্ট সানডেস ইন প্লেনস: আ সেন্টিনিয়াল সেলিব্রেশন’ রেকর্ড করা হয়ে গিয়েছিল।

গত বছরের আগস্ট মাসে। অসাধারণ কণ্ঠস্বর আর কাজের জন্য তা মনোনীত হয় ২০২৫ সালে গ্র্যামি পুরস্কারের তালিকায়। কিন্তু তার আগে ডিসেম্বরেই ১০০ বছর ছুঁয়ে প্রয়াত হন জিমি কার্টার।এদিন সেই কাজের জন্যই মরণোত্তর পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। জিমি কার্টারের হয়ে পুরস্কার গ্রহণ করতে মঞ্চে উঠে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর নাতি জ্যাসন কার্টার।

‘লাস্ট সানডেস ইন প্লেনস: আ সেন্টিনিয়াল সেলিব্রেশন’ বস্তুত কার্টারের নিজেরই গল্প। অনবদ্য বাগ্মিতার কারণে এর আগেও একাধিক বিষয়ে তাঁর কথন রেকর্ড করা হয়েছে। সেভাবেই ২০২৪ সালের আগস্টে রেকর্ড করা হয়েছিল এই কাহিনি। ১০০ বছর বয়সী কার্টারের সেই কর্মযজ্ঞকে শ্রদ্ধা জানানো হলো গ্র্যামির মঞ্চে। কণ্ঠস্বরের জন্য মরণোত্তর গ্র্যামি দেওয়া হলো। বেঁচে থাকলে জিমি কার্টারই হতেন প্রবীণতম গ্র্যামিজয়ী।

আজকের অনুষ্ঠানে দাদার হয়ে পুরস্কার নিতে মঞ্চে ওঠেন নাতি জ্যাসন কার্টার। দাদুকে নিয়ে তাঁর আবেগঘন বার্তায় মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েন দর্শকেরা। জ্যাসন বলেন, ‘তিনি আমার কাছে অত্যন্ত ভালোবাসার মানুষ, আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একজন। কয়েক সপ্তাহ ধরে তাঁর রেকর্ডিং নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। এই ঘরেও অনেকে আছেন, যাঁরা আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের পরিবার তো তাঁর কণ্ঠস্বর ধরে রাখার জন্য রেকর্ডিং করেছিল। তবে এই মঞ্চে তা যেভাবে বিশ্বজনীন হয়ে গেল, তা চিরকাল মনে থাকবে।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ১৩, ২০২৫
temperature icon 15°C
clear sky
Humidity 52 %
Pressure 1013 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:57

⠀আরও দেখুন

Scroll to Top