মিরর বিনোদন : না ফেরার দেশে চলে গেলেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরীর মা স্বপ্না সাহা। মঙ্গলবার (৫ মার্চ) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাপ্পী চৌধুরীর ঘনিষ্ঠ স্বজন বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার রাতে বাপ্পী মিডিয়াকে বলছিলেন, মা স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। অনেকদিন ভারতে চিকিৎসা চলার পর সম্প্রতি তাকে দেশে নিয়ে আসি। মুগদা হাসপাতালে ভর্তি করি।
জানা যায়, মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মায়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাপ্পী।