১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

গল্পের জাদুকরের জন্মদিন আজ

মিরর বিনোদন : বাংলা সাহিত্যের গল্পের জাদুকর কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ। প্রতি বছর এদিন রাত ১২টা ১ মিনিটে প্রিয়জনদের নিয়ে জন্মদিনের কেক কাটতেন তিনি। সকাল হলে ভক্তরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতেন প্রিয় লেখককে। দিনব্যাপী নানা আয়োজনে পালিত হতো তার জন্মদিন। এবারও নানা আয়োজনে উদযাপিত হবে দিনটি। ২০১২ সালে কথাশিল্পীর জীবন কেড়ে নেয় ক্যানসার।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়ার কুতুবপুরে হ‍ুমায়ূন আহমেদের জন্ম। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজ। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। তার এক ভাই কথাসাহিত্যিক শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। অন্য ভাই আহসান হাবীব কার্টুনিস্ট ও রম্য লেখক।

হ‍ুমায়ূন আহমেদ তার দীর্ঘ চার দশকের সাহিত্যজীবনে অসংখ্য পাঠকপ্রিয় উপন্যাস উপহার দিয়েছেন। নির্মাতা হিসেবেও উপহার দিয়েছেন জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র। বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তার মধ্যে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, হ‍ুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার উল্লেখযোগ্য।

গতকাল মঙ্গলবার হ‍ুমায়ূন আহমেদের জন্মদিনকে কেন্দ্র করে বিশেষ নাটক মঞ্চায়িত করেছে নাট্যসংগঠন বহুবচন। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে দলের ২৫তম প্রযোজনা ‘আমি এবং আমরা’ মঞ্চায়ন হয় সন্ধ্যা ৭টায়। নাট্যরূপ দিয়েছেন মনু মাসুদ এবং নির্দেশনা দিয়েছেন আরহাম আলো।

দিবসটি উপলক্ষে আজ বিকাল ৪টায় বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন অধ্যাপক আহমেদ মাওলা ও সুমন রহমান।

এ ছাড়া তার নিজ জেলা নেত্রকোণায় হিমু উৎসবের আয়োজন করেছে তরুণ পাঠক ভক্তরা। প্রতিবারের মতো এবারও দিবসটিতে তরুণরা হিমু-রূপা সেজে বিভিন্ন বয়সের কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সামাজিক, সাংস্কৃতিকদের সঙ্গে নিয়ে আনন্দ হিমু উৎসবের প্রথমার্ধে শোভাযাত্রা বের করবে। পরে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তারুণ্যনির্ভর সামাজিক সংগঠন হিমু পাঠক আড্ডা। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আড্ডায় আড্ডায় লেখকের তৈরি নাটক সিনেমায় ব্যবহৃত কালজয়ী গান ও নৃত্য পরিবেশিত হবে। শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে আড্ডায় আড্ডায় সাংস্কৃতিক অনুষ্ঠানে লেখক সম্পর্কে আলোচনা করবেন স্থানীয় কবি লেখক সাহিত্যিকরা।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১১, ২০২৪
temperature icon 15°C
scattered clouds
Humidity 46 %
Pressure 1015 mb
Wind 3 mph
Wind Gust Wind Gust: 3 mph
Clouds Clouds: 44%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:41
Sunset Sunset: 17:15

⠀আরও দেখুন

Scroll to Top