২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Mirror Times BD

আবারো সিনেপ্লেক্সজুড়ে ‘পরাণ’!

মিরর বিনোদন : ২০২২ সালের ঈদুল আযহায় মুক্তি পেয়েছিল ‘পরাণ’ সিনেমা। রায়হান রাফীর পরিচালনায় ছবিটি মুক্তির পর দেশজুড়ে সাড়া ফেলে দেয়। হয়েছিল ব্লকবাস্টার। ‘পরাণ’র শরিফুল রাজ, মীম, ইয়াশ রোহানের ট্রায়াঙ্গেল লাভ স্টোরিতে মজেছিল দর্শক। সেই ‘পরাণ’ দেড় বছর পর আবার চলবে সিনেপ্লেক্সজুড়ে!

স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, শুক্রবার (৮ মার্চ) থেকে সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার (মিরপুর), বালি আর্কেড (চট্টগ্রাম)-এর শাখাগুলোতে ‘পরাণ’ চলবে। শুক্রবার থেকে চারদিন তিন শাখায় ১০টি শো চলবে! পরের তিনদিন সাতটি শো চলবে। রমজানের মধ্যে যদি দর্শক সিনেমা দেখতে থিয়েটারে আসেন তবে আমরা ‘পরাণ’র শো কন্টিনিউ করবো।

স্টার সিনেপ্লেক্সের এই কর্মকর্তা আরো বলেন, মানসম্মত নতুন সিনেমা আসছে না। যেসব সিনেমাগুলো নিকট অতীতে সাড়া ফেলেছিল সবগুলো ওটিটিতে পাওয়া যাচ্ছে। একমাত্র ‘পরাণ’ ওটিটিতে নেই। এ কারণে আমরা ‘পরাণ’ প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছি। এর আগেও দুবার এভাবে প্রদর্শন করেছিল। তখনও বেশ ভালো চলে ছবিটি। তাছাড়া মুক্তির পর সিনেপ্লেক্স থেকে ‘পরাণ’ রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল।

লাইভ টেকনোলজিস এর প্রযোজনায় নির্মিত ‘পরাণ’ শুধু বাংলাদেশ নয়, মুক্তির পর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে ব্যাপক সাফল্য পেয়েছিল। এই  ছবিতে আরও অভিনয় করেছিলেন রাশেদ মামুন, নাসির উদ্দিন, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ‘পরাণ’ থেকে ২০২২ সালে একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
এপ্রি ২৫, ২০২৫
temperature icon 32°C
clear sky
Humidity 23 %
Pressure 1004 mb
Wind 7 mph
Wind Gust Wind Gust: 7 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 05:33
Sunset Sunset: 18:32

⠀আরও দেখুন

Scroll to Top