২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

শাহ আমানত বিমানবন্দরে ৬৪ পিস স্বর্ণের বার উদ্ধার

মিরর ডেস্ক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান এয়ারের ডব্লিউওয়াই ৩১১ ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে ৬৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বারগুলো উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মতিন।

তিনি বলেন, ওমান এয়ারের ফ্লাইটটি রাত ৮টায় শাহ আমানতে অবতরণ করে। ঐ ফ্লাইটে সোনার চালান আসছে বলে আমাদের কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। এ সময় একটি আসনের নিচ থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে আসনটিতে কেউ ছিলেন না।

এ বিষয়ে তিনি আরো বলেন, এক যাত্রীর বিষয়ে আমাদের কাছে তথ্য ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ২৩, ২০২৫
temperature icon 21°C
scattered clouds
Humidity 73 %
Pressure 1015 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 35%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:06
Sunset Sunset: 18:17

⠀আরও দেখুন

Scroll to Top