৮ সেপ্টেম্বর, ২০২৪
২৪ ভাদ্র, ১৪৩১
Mirror Times BD

মিটিং মিছিল রাজনীতি থাকবে, তবে তা যেন ধ্বংসাত্মক না হয়: সেনাপ্রধান

খুলনা : জনগণের জন্য রাজনীতি করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘মিছিল হবে, মিটিং হবে। রাজনীতি থাকবে। সেখানে মানুষ কথা বলবে।
তা যেন ধ্বংসাত্মক না হয়। রাজনীতিবিদরা যেন জনগণের জন্য কাজ করেন।’
সোমবার (১২ আগস্ট) বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে সেনাপ্রধান খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
সেনাপ্রধান আরো বলেন, ‘একটি অদ্ভুত পরিস্থিতিতে সেনাবাহিনী কাজে নামে। ৫ তারিখের (৫ আগস্ট) পর অরাজক পরিস্থিতি বেশি হয়েছে। অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক।
খুলনা বিভাগের পরিস্থিতিও ভালো রয়েছে। এটি আশাব্যঞ্জক, তবে আত্মতুষ্টির কারণ নেই।’জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমাদের আরো কাজ করে যেতে হবে। পুলিশকে সংগঠিত হতে হবে। আমাদের সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।
পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে। সংগঠিত পুলিশ বাহিনীই অরাজক ও সংঘাত পরিস্থিতির ঘটনার তদন্ত করবে।’সারা দেশের পরিস্থিতির বিষয়ে সেনাপ্রধান বলেন, ‘আমার কাছে আসা তথ্য অনুযায়ী দেশে ৩০টির মতো ঘটনা ঘটেছে। এর মধ্যে বেশির ভাগ অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা রাজনৈতিক কারণে।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
সেপ্টে ৮, ২০২৪
temperature icon 34°C
broken clouds
Humidity 59 %
Pressure 1000 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 8 mph
Clouds Clouds: 79%
Visibility Visibility: 0 km
Sunrise Sunrise: 05:48
Sunset Sunset: 18:17

⠀আরও দেখুন

Scroll to Top