২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Mirror Times BD

চারদিনের সফরে পাবনা গেলেন রাষ্ট্রপতি

মিরর ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা পৌঁছেছেন। মঙ্গলবার দুপুর ২টা ৯ মিনিটে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তিনি পাবনার ঈশ্বরদী বিমানবন্দরে অবতরণ করেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহরিয়ার আলম, পাবনার জেলা প্রশাসক আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সীসহ সরকারী উর্ধতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী বিমানবন্দরে অবতরনের পর সড়কপথে তিনি পাবনা সার্কিট হাউজে পৌঁছান। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

চারদিনের এই সফরে তিনি পাবনার স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে রাষ্ট্রপতি কার্যালয়ের প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সোমবার রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিনের পাবনা যাওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেদিনের যাত্রা স্থগিত করা হয়।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
এপ্রি ২৪, ২০২৫
temperature icon 35°C
clear sky
Humidity 15 %
Pressure 1000 mb
Wind 6 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 05:34
Sunset Sunset: 18:32

⠀আরও দেখুন

Scroll to Top