৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

দরিদ্রের হার শূন্যের কোটায় আনতে সর্বোচ্চ চেষ্টা করবো: দীপু মনি

চাঁদপুর : সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌‘দেশে দরিদ্রের হার শূন্যের কোটায় নামিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। বঙ্গবন্ধু কন্যা যেই স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।’

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নতুন মন্ত্রণালয়ে বসবো আগামী রবিবার (১৪ জানুয়ারি)। তারপর বুঝবো আমার জন্য নতুন কী কী চ্যালেঞ্জ আছে। তবে এটা খুব বড় সেক্টর। কাজেই অতীতের ধারাবাহিকতা বজায় রেখে নতুন নতুন পদক্ষেপসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আমি কাজ করবো।

এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জ্বল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ডা. দীপু মনি এর আগে শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ৬, ২০২৫
temperature icon 21°C
clear sky
Humidity 29 %
Pressure 1010 mb
Wind 9 mph
Wind Gust Wind Gust: 16 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:46
Sunset Sunset: 17:52

⠀আরও দেখুন

Scroll to Top