সিলেট : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস আমাদের জাতীয় সম্পদ। তিনি শান্তিতে নোবেল পুরস্কারজয়ী। আমরা তাকে অত্যন্ত সম্মান করি। কিন্তু পৃথিবীতে বহু সম্মানিত লোক আছেন, যারা ক্রাইম করেন। তারা শাস্তিও পান। ড. ইউনূস অপরাধ করেছেন। আমি যেটা জানি, তিনি শ্রমিকদের টাকা দেননি। তাদের ঠকিয়েছেন। সেজন্য শাস্তি পেয়েছেন। এটি আদালতের ব্যাপার। আইন অনুযায়ী তার বিচার হয়েছে। এতে কোনও দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে না। কারণ প্রত্যেক দেশই আইনকে সম্মান করে। আদালতে আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ তিনি পেয়েছেন।’
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ড হওয়ায় বিদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে প্রভাব পড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ৭টায় সিলেট নগরের হাফিজ কমপ্লেক্সে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আমাদের লক্ষ্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা জানিয়ে ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘এটি করতে পারলেই আমরা সফল। আমাদের দেশবাসী কী বললো, সেটাই বড় কথা। দেশবাসী যদি নির্বাচনকে গ্রহণযোগ্য মনে করে তবেই আমরা সফল। অন্য কে কী মনে করলো, সেটা সেকেন্ডারি বিষয়।’