১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা আছে: প্রধান উপদেষ্টা

ঢাকা : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সবার ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ প্রস্তুত করবো, সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়ন করবো, তারপর নির্বাচনের দিকে যাবো। এ বছরের ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ব্রিটিশ সাংবাদিক বেকি এন্ডারসনের সঙ্গে এক প্লেনারি সেশনে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের প্রথম দায়িত্ব হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। তারপর বাংলাদেশ, সমাজ, তার প্রতিষ্ঠানগুলোকে পুনরায় তৈরি করা। এগুলো করার জন্য আমাদের সংস্কারের মতো প্রক্রিয়া হাতে নিতে হয়েছে। আমরা ১৫টি ভিন্ন সংস্কার কমিশন গঠন করেছি। কমিশনগুলো তাদের সুপারিশ ইতোমধ্যে দিয়েছে। এখন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সুপারিশগুলো নিয়ে আলোচনা করবো।’

তিনি আরও বলেন, ‘আমার কাজ যখন শেষ হয়ে যাবে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। আমি যে কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ করি সেই কাজেই ফিরে যাবো।’

সবকিছু ভেঙে তছনছ হয়ে গেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের এক একটি টুকরো গেঁথে নতুন করে তৈরি করতে হবে। উদাহরণস্বরূপ- আমাদের ব্যাংকিং সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। ব্যাংক থেকে ১৬ বিলিয়ন ডলার চুরি করা হয়েছে। বছরে ১৭ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করা হয়। অর্থনীতি ভেঙে পড়েছিল, আমাদের নতুন করে সেগুলো করতে হয়েছে, রিজার্ভ ছিল নিম্নমুখী।’

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের কাছ থেকে কোনও সাড়া মিলেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। হত্যা, গুম, নির্যাতন, কীভাবে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের গুলি করে মারা হয়েছে, সবকিছু প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। সবকিছু রেকর্ডে আছে এখন। সুতরাং আমাদের এখন কারও কাছে গিয়ে কী কী হয়েছে জানানোর প্রয়োজন নেই।’

তিনি বলেন, ‘আমরা জাতিসংঘের সুপারিশগুলো নিয়ে কাজ করবো, যাতে এসব ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমরা বিশ্বের কাছ থেকে ব্যাপক সহায়তা পেয়েছি। সবাই আমাদের আশ্বস্ত করেছেন সহায়তা করার। তারা আমাদের সঙ্গে মিলে নতুন বাংলাদেশ গড়তে চান। পুরো দেশ ধ্বংস করে দেওয়া হয়েছে, বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। আমরা সেগুলো ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু প্রক্রিয়া অনেক জটিল।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ১৭, ২০২৫
temperature icon 32°C
few clouds
Humidity 20 %
Pressure 1004 mb
Wind 10 mph
Wind Gust Wind Gust: 26 mph
Clouds Clouds: 15%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:12
Sunset Sunset: 18:14

⠀আরও দেখুন

Scroll to Top