২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা

যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাশ্যুম। বুধবার প্রকাশ করা এ তালিকায় তিনি উদ্ভাবক ক্যাটাগরিতে স্থান পেয়েছেন।

মেরিনা সম্পর্কে টাইম লিখেছে, সাধারণত পুরস্কারজয়ী স্থপতিদের সঙ্গে পরোপকারের বিষয়টি তেমন উল্লেখ করা হয় না। কিন্তু মেরিনা তাবাশ্যুম এ ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি স্থাপত্যচর্চায় এমন একটি রীতি তৈরি করেছেন, যেখানে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি আমাদের সংকটাপন্ন পৃথিবী অগ্রাধিকার পায়।

টাইম ম্যাগাজিন লিখেছে, জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা এমন এক ঘরানার বাড়ি তৈরি করেছেন, যার নির্মাণ ব্যয় যেমন কম, তেমন তা সহজে স্থানান্তরও করা যায়।

টাইমের তালিকায় মেরিনার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাশিয়ার ইউলিয়া নাভালনায়া, শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মুহাম্মদী, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, ভারতের চলচ্চিত্র অভিনেত্রী আলিয়া ভাটসহ আরও অনেক পরিচিত মুখ।

স্থপতি মেরিনা এর আগে ২০২১ সালে মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক পান। ২০২০ সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্টের ৫০ চিন্তাবিদের শীর্ষ ১০ জনের মধ্যে তৃতীয় হয়েছিলেন তিনি।

ঢাকার দক্ষিণখানে বায়তুর রউফ নামে একটি শৈল্পিক নকশার মসজিদের স্থপতি হিসেবে ২০১৮ সালে জামিল প্রাইজ পান মেরিনা তাবাশ্যুম। এর আগে একই নকশার জন্য ২০১৬ সালে পান সম্মানজনক আগা খান পুরস্কার। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এ মসজিদ ২০১২ সালে ঢাকায় তৈরি করা হয়।

মেরিনার কাজ মূলত বাংলাদেশকেন্দ্রিক। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে তিনি পড়ান, বক্তৃতা দেন এবং সেমিনারে অংশ নেন। তার কাজে স্থানিক প্রভাব সুস্পষ্ট হলেও তিনি পুরোদস্তুর একজন আন্তর্জাতিক মানুষ।

সূত্র : টাইম

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ২২, ২০২৫
temperature icon 15°C
clear sky
Humidity 58 %
Pressure 1011 mb
Wind 2 mph
Wind Gust Wind Gust: 1 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:52
Sunset Sunset: 17:41

⠀আরও দেখুন

Scroll to Top