১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই: আইনমন্ত্রী

ঢাকা : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কূটনৈতিক সংকট আমি বলবো না। নির্বাচনের পরে আপনারাও দেখেছেন—সেরকম কোনও কূটনৈতিক সংকট বা সমস্যা হওয়ার সম্ভাবনাই নেই।

সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপ (উন্নয়ন অংশীদারিত্ব) রয়েছে, সেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপের মধ্যে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টকরণ—এগুলো সবসময় প্রয়োজন হয়। সেসব সমস্যা এবং আমাদের আইনের যে অবকাঠামো, সেটা অনেক দিন আগে থেকেই (বাংলাদেশ ও ভারতের) প্রায় এক। যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন বাংলাদেশেও সম্ভব কিনা, আমাদের দেশে আইনের যে পরিবর্তন করেছি, সেগুলো ভারতে সম্ভব আছে কিনা—সেটা আমরা সবসময় আলাপ করে থাকি। আজকেও আলাপ করেছি।’
আনিসুল হক বলেন, ‘ওনাদের ভূপালে একটা ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি আছে। সেখানে আমাদের এক হাজার ২০৬ জন ট্রেনিং নিয়েছেন। প্রায় ২ হাজার ট্রেনিং নেবেন। আমরা একটি ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি করতে চাচ্ছি। সেখানে ওনাদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১২, ২০২৪
temperature icon 23°C
broken clouds
Humidity 41 %
Pressure 1013 mb
Wind 6 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 61%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:16

⠀আরও দেখুন

Scroll to Top