৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া ১২ প্রবাসী দেশে ফিরেছেন

ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়ার পর ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে ১২ জন দেশে ফিরেছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে দুটি ভিন্ন ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে ১২ জন আজ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফিরেছেন। এয়ার আরাবিয়ার দুটি ভিন্ন ফ্লাইট তারা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এ অবতরণ করেন। এর মধ্যে শারজাহ থেকে আসা ফ্লাইটে এক জন এবং আবুধাবি থেকে আসা ফ্লাইটে ১১ জনসহ মোট ১২ যাত্রী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফিরেছেন।

তিনি বলেন, এর মধ্যে শারজাহ থেকে আসা ফ্লাইট রাত ৮টা ১০ মিনিটে এবং আবুধাবি থেকে আসা ফ্লাইট রাত ৮টা ৩৭ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।

গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভের সময় ৫৭ বাংলাদেশিকে আটক করে আমিরাতের পুলিশ। দুই দিন পর দাঙ্গা, যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সম্পদহানীর মতো অভিযোগে তাদের তিন জনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেন দেশটির আদালত। এরপর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা দেয় আমিরাত সরকার।

পরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস দণ্ডিত প্রবাসীদের মুক্তির বিষয়ে উদ্যোগ নেন। পরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের আদেশে ৫৭ বাংলাদেশির সাজা স্থগিত করা হয়।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
অক্টো ৮, ২০২৪
temperature icon 31°C
light rain
Humidity 64 %
Pressure 1012 mb
Wind 3 mph
Wind Gust Wind Gust: 4 mph
Clouds Clouds: 8%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:00
Sunset Sunset: 17:45

⠀আরও দেখুন

Scroll to Top