মিরর স্পোর্টস : মাশরাফী বিন মোর্ত্তজার ভক্তদের মন ভেঙে দেওয়ার মতো তথ্যই কাল দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টাইগারদের সাবেক এই অধিনায়ককে ক্রিকেট বোর্ডের প্রধানের পদে যে সহসাই দেখা মিলছে না, সেটাই জানা গিয়েছে। এরই মাঝে সাকিব আল হাসান হাজির হয়েছেন তার ঠোঁটকাটা মন্তব্য নিয়ে।
আবুধাবি ভিত্তিক টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব দাবি করেছেন, বিসিবি সভাপতি হলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা সভাপতি হবেন তিনি।
বিশ্বসেরা ক্রিকেটারের মতো দেশ সেরা বোর্ড সভাপতি হওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন। তবে নাজমুল হাসান পাপন ও আ হ ম মোস্তাফা কামালকে কোন জায়গায় রাখবেন? দিয়েছেন তার সেই ব্যাখ্যাও।
সাকিব বলেন, ‘পাপন ভাই আছেন, তার আগে আমাদের কামাল ভাই ছিলেন। তারা অসাধারণ কাজ করেছেন। তা না হলে ক্রিকেটের কিন্তু এত উন্নতিও হতো না। আজকে আমরা অনেক সমালোচনা করতে পারি। কিন্তু তাদের অবদান ছিল বলে আমরা এতদূর আসতে পেরেছি। আপনি বলতে পারেন, আরও বেশি করতে পারতো। সম্ভবত পারতো, সম্ভবত পারতো না। কেবল তাদের অবস্থানে গেলেই আপনি বুঝতে পারবেন, আসলে সম্ভব ছিল কি ছিল না।’
যুব ও ক্রীড়ামন্ত্রী হওয়ায় ২০২৪ সাল শেষে বিসিবির সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর চিন্তা পাপনের। যদিও তার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৫ সালে।