১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জিতে শীর্ষেই থাকলো রিয়াল

মিরর স্পোর্টস : ঘরের মাঠে এক অন্যরকম মায়োর্কাকে দেখলো রিয়াল মাদ্রিদ। যে দলের বিপক্ষে তারা জয় পায় হেসেখেলেই, সেই মায়োর্কাই গতকাল বুধবার রাতে রিয়ালের সামনে দাড়ালো এক কঠিন প্রতিপক্ষ হয়ে।

ম্যাচের একটি পর্যায়ে গিয়ে তো রিয়াল পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল। কারণ, জয়সূচক গোলটি পেতে রিয়ালকে অপেক্ষা করতে হয়েছে ৭৮তম মিনিট পর্যন্ত। অবশেষে ১-০ গোলে জিতে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের শেষ মুহূর্তের জয়ের ফলে ১৩ লিগ ম্যাচে অপরাজিত থাকলো রিয়াল। স্বাগতিকদের পক্ষে একমাত্র গোলটি করেন সেন্টারব্যাক রুডিগার। কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত হেড দিয়ে তিনি মায়োর্কার জালে বল জড়ান।

যদিও প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েছিলেন ইনজুরি থেকে ফেরা রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তবে তার শক্তিশালী শট রুখে দেন মায়োর্কার গোলকিপার প্রেড্রাগ রাজকোভিক। ফলে গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ করে দুইদল।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
নভে ১৪, ২০২৪
temperature icon 27°C
clear sky
Humidity 51 %
Pressure 1015 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:22
Sunset Sunset: 17:17

⠀আরও দেখুন

Scroll to Top