মিরর স্পোর্টস : চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের বাংলাদেশ দলে জায়গা পাননি ছন্দ হারানো অভিজ্ঞ ওপেনার লিটন দাস। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আজ রাতেই দুবাই রওয়ানা হচ্ছে টিম টাইগার্স। তার আগে দলের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন লিটন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিটন লিখেছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর অসাধারণ এই দলকে শুভকামনা। আমার বিশ্বাস— আকর্ষণীয় এই টুর্নামেন্টে দল নিজেদের সেরাটা দিয়ে খেলবে। টাইগাররা কীভাবে খেলে সেটি পুরো বিশ্বকে দেখিয়ে দাও!’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের না থাকা নিয়েও লিটন লিখেছেন, ‘আমি স্কোয়াডে যুক্ত হতে পারিনি। কিন্তু বিষয়টি আমাকে এখন দলের সবচেয়ে বড় সমর্থকে পরিণত করেছে। আমি প্রতিটি রান, উইকেট এবং ক্যাচের জন্য উদযাপন করব। তোমরা ভিন্ন ভূমিকায় তোমাদের এই ১৬তম সদস্যকে পাবে!’
আজ মধ্যরাতে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে আট জাতির আসরে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টারা। দুবাইয়ে পৌঁছে তারা পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি ম্যাচ খেলবেন। ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি একাডেমিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান শাহিনস। ম্যাচটি বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে।
চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। আর বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ তারিখ। দুবাইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি। পরের ম্যাচ ধরতে দল পৌঁছবে পাকিস্তান। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের।