২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Mirror Times BD

বিশ্বকাপ থেকে এক জয় দূরে বাংলাদেশ

মিরর স্পোর্টস : নারী বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। আজ টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচেও স্কটিশদের হারালো বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে নিগার সুলতানা জ্যোতির দল।

পয়েন্ট টেবিলের যে অবস্থা তাতে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্ব থেকে আর এক জয় দূরে বাংলাদেশ। তিন ম্যাচ থেকে তিন জয়ে ৬ পয়েন্ট বাংলাদেশের। সমান ম্যাচে ৬ পয়েন্ট স্বাগতিক পাকিস্তানেরও। তবে নেট রানরেটে (১.৪৯৪) এগিয়ে থেকে শীর্ষে বাংলাদেশ। বাংলাদেশের শেষ দুই ম্যাচ উইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ৮ উইকেটে ২৭৬ রান। যা ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। জ্যোতি, ফারজানা ও শারমিন ফিফটি করেন। জবাবে স্কটল্যান্ড ৯ উইকেটে তোলে ২৪২ রান।

স্কটিশদের বিপক্ষে দলীয় ৩৫ রানে প্রথম উইকেট পড়লেও দ্বিতীয় উইকেটে ফারজানা হক ও শারমিন আক্তারের ১০৩ রানের জুটিতে ভালো সংগ্রহের ভীত পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে দুজন মিলে যোগ করেছিলেন ১০৪ রান। শারমিন ৭ চারে ৭৯ বলে ৫৭ রান করে ফিরলে জুটি ভাঙে। এরপর ফারজানাও (৬ চারে ৮৪ বলে ৫৭) দ্রুতই ফেরেন। এটি ফারজানার ক্যারিয়ারে ১৫তম ওয়ানডে ফিফটি।

পঞ্চম উইকেটে ৫৭ রানের জুটি গড়েন আইরিশদের বিপক্ষে জয়ে ম্যাচসেরা হওয়া রিতু মনি ও জ্যোতি। তবে জুটিতে মারমুখি ছিলেন অধিনায়ক জ্যোতি। রিতু ১২ রান করে ফেরেন। ষষ্ঠ উইকেটে জ্যোতি ও ফাহিমা খাতুনের ৬১ রানের জুটিতে দলের সংগ্রহ বাড়ে। ফাহিমা (২৬) ফেরেন ইনিংসের এক বল বাকি থাকতে। তবে ফর্মে থাকা জ্যোতি মাত্র ৩৯ বলে ক্যারিয়ারের দশম ফিফটি পূরণ করেন। ১১ চারে ৫৯ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন। তাতে বাংলাদেশ ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে এই টুর্নামেন্টেই থাইল্যান্ডের বিপক্ষে করা ২৭১ ছিল আগের সর্বোচ্চ।

জ্যোতি এবার টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম তিন ম্যাচই ফিফটি বা তার বেশি রান করলেন। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১০১ রানের ইনিংস। আয়ারল্যান্ডের বিপক্ষে করেন ৫১ রান। এই সংস্করণে টানা তিনটি পঞ্চাশছোঁয়া ইনিংস খেলা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার তিনি। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচেই ফিফটি করেছিলেন ফারজানা।

জবাব দিতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে স্কটল্যান্ড। দলীয় ১১০ রানে হারায় সপ্তম উইকেট। অষ্টম উইকেটে প্রিয়ানাজ ও স্লেটারের ১১৫ রানের জুটিতে শুধু হারের ব্যবধান কমায় স্কটিশরা। নাহিদা আক্তার ৪টি ও জান্নাতুল ফেরদৌস ২টি উইকেট নেন।

ম্যাচ জিতলেও ফিল্ডিং মোটেও ভালো হয়নি বাংলাদেশের। পুরো ম্যাচে ৫টি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। তাই ম্যাচ শেষে মলিন মুখ দেখা যায় অধিনায়ক জ্যোতির। দারুণ ইনিংস খেলায় ম্যাচসেরা হন জ্যোতি।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
এপ্রি ২৬, ২০২৫
temperature icon 26°C
clear sky
Humidity 65 %
Pressure 1006 mb
Wind 7 mph
Wind Gust Wind Gust: 12 mph
Clouds Clouds: 1%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 05:32
Sunset Sunset: 18:33

⠀আরও দেখুন

Scroll to Top