১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

মিরর স্পোর্টস : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় কাটাচ্ছেন তাসকিন আহমেদ। প্রতিপক্ষের ব্যাটারদের শিরদাঁড়া দিয়ে শীতল পানি নামিয়ে। বর্তমানে ৬ ম্যাচ শেষে ১৪ উইকেট নিয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারিও। সর্বশেষ বছরেও এমন দুর্দান্ত ছন্দে ছিলেন বাংলাদেশি পেসার।

তার পুরস্কারই যেন এবার পেলেন তাসকিন। উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিনি। সীমিত ওভারের সংস্করনে ৭ ম্যাচ খেলেছে ১৪ উইকেট নেন ২৯ বছর বয়সী পেসার। শুধু ওয়ানডেতেই নয়, অন্য দুই সংস্করনেও দুর্দান্ত ছিলেন তিনি।
সব মিলিয়ে ৩৪ ইনিংসে নিয়েছেন ৬৪ উইকেট। যা বাংলাদেশের হয়ে গত বছর সর্বোচ্চ।একমাত্র বাংলাদেশি হিসেবে ওয়ানডের বর্ষসেরা একাদশে তাসকিন হলেও, তালিকায় রাজত্ব শ্রীলঙ্কার। লঙ্কানদের তিন ক্রিকেটার জায়গা পেয়েছেন।

তারা হচ্ছেন- পাথুম নিশাঙ্কা (৬৯৪ রান), কুশল মেন্ডিস (৭৪২ রান) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (২৬ উইকেট ও ৮৭ রান)। দুজন করে একাদশে জায়গা পেয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের।পাকিস্তানের দুই ক্রিকেটারের একজন ওপেনার সাইম আইয়ুব (৫১৫ রান ও ৫ উইকেট)। আর বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি (১৫ উইকেট)। আফগানদের হচ্ছে- আজমতউল্লাহ ওমরজাই (৪১৭ রান ও ১৭ উইকেট) ও আল্লাহ গজনফার (২১ উইকেট)।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের শেরফেন রাদারফোর্ড (৪২৫ রান ও ২ উইকেট) ও কেসি কার্টি (৫৬০ রান)। আর একাদেশের বাকি জন হচ্ছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন (২৮৬ রান ও ৪ উইকেট)। তবে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া, রানার্স আপ ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কোনো ব্যাটার একাদশে জায়গা পায়নি।
 

উইজডেনের বর্ষসেরা একাদশ-

সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, আল্লাহ গজনফার, তাসকিন আহমেদ।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ১৩, ২০২৫
temperature icon 15°C
clear sky
Humidity 47 %
Pressure 1011 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:57

⠀আরও দেখুন

Scroll to Top