১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

বড় চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বিসিবির

মিরর স্পোর্টস : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ এখনো চলমান। সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলছে। এরই মধ্যে মঙ্গলবার (১০ ডিসেম্বর) টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার লিটন দাসের হাতে দীর্ঘদিন পর ফের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে তাকে অধিনায়কের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে, শান্তর অনুপস্থিতিতে টেস্ট ও ওয়ানডে সিরিজে মেহেদী হাসান মিরাজ নেতৃত্ব দিয়েছেন। এবার মিরাজ নেতৃত্ব না পেলেও যথারীতি স্কোয়াডে আছেন।

ঘোষিত স্কোয়াডে বড় চমক রিপন মণ্ডল। তরুণ এই পেসারকে নিয়েই স্কোয়াড সাজিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। যুব দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন ২১ বছর বয়সী এই তরুণ।

ঘরোয়া ক্রিকেটে এখন পর্যন্ত ১২টি প্রথম শ্রেণি, ৩৮টি লিস্ট ‘এ’ ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন এই তরুণ। এর আগে, ২০২৩ সালে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন। তবে মূল দলে এখনও অভিষেক হয়নি, এবারই প্রথমবার স্কোয়াডে ডাক পেলেন তিনি।

সম্ভাবনাময় তরুণ তুর্কি শামীম হোসেন পাটোয়ারিও দলে ফিরেছেন। টপ-অর্ডারে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের পাশাপাশি পারভেজ হোসেন ইমনও আছেন। ওয়ানডের পর টি-২০ দলেও আফিফ হোসেন ধ্রুব ফিরেছেন। ফিনিশার হিসেবে জাকের আলী অনিককেও দেখা যাবে।

মেহেদী হাসান ও রিশাদ হোসেন ছাড়াও স্পিন বিভাগে নাসুম আহমেদ আছেন। নবাগত রিপনের সঙ্গে পেস ইউনিটে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ আছেন।

আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি দিয়ে বছর শেষ করবে টাইগাররা। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে গড়াবে।

বাংলাদেশের স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ১৩, ২০২৫
temperature icon 20°C
clear sky
Humidity 42 %
Pressure 1015 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 4 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:53
Sunset Sunset: 17:34

⠀আরও দেখুন

Scroll to Top