৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী মুশতাক বাংলাদেশের স্পিন বোলিং কোচ

মিরর স্পোর্টস : বাংলাদেশ জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পাকিস্তানের স্পিনার মুশতাক আহমেদকে। সাবেক এই লেগ স্পিনার ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে এই কথা জানায়।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে এই মাসের শেষ দিকে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন পাকিস্তানের সাবেক স্পিনার।

এর আগে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড, ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ও ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের স্পিন বোলিং কোচের দায়িত্বে ছিলেন। মাঝে (২০১৪-২০১৬) পাকিস্তানের বোলিং পরামর্শকও হন তিনি।

৫৩ বছর বয়সী মুশতাক নতুন দায়িত্ব নিয়ে এক প্রতিক্রিয়ায় জানান, ‘স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারা আমার জন্য সম্মানের। আমি এই দায়িত্ব পালনে অধীর অপেক্ষায় আছি এবং খেলোয়াড়দের মাঝে আমার অভিজ্ঞতা বিলিয়ে দিতে চাই। আমি সবসময় বিশ্বাস করি তারা অন্যতম সেরা বিপদজনক দল। তারা যে কাউকে হারাতে পারে। কারণ তাদের সামর্থ্য আছে, তাদের প্রতিভা আছে। আমি এই বিশ্বাস তাদের মাঝে রোপণ করতে চাই। দলটির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত।’

৫২ টেস্টে ৩২.৯৭ গড়ে ১৮৫ উইকেট নেন মুশতাক। ১৪৪ ওয়ানডে খেলে তার দখলে ১৬১ উইকেট।

১৯৯২ সালের বিশ্বকাপ জয়ের মিশনে ফাইনালে গ্রায়েম হিককে তার গুগলিতে কাবু করেছিলেন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ৬, ২০২৫
temperature icon 21°C
clear sky
Humidity 29 %
Pressure 1010 mb
Wind 9 mph
Wind Gust Wind Gust: 16 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:46
Sunset Sunset: 17:52

⠀আরও দেখুন

Scroll to Top