২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Mirror Times BD

দেশবাসীকে ঈদ শুভেচ্ছা সাকিব-তামিম-জ্যোতিদের

মিরর স্পোর্টস : পবিত্র রমজান শেষে বিশ্বের বুকে এখন আনন্দের রেণু ছড়িয়ে পড়েছে, ঈদের আনন্দ। বাংলাদেশে বৃহস্পতিবার (১১ এপ্রিল) পালিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদ উদযাপন করছেন ক্রিকেটাররাও। তারা তাদের আনন্দঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা।

ঈদ কার্ডের যুগ চলে গেছে। সেই জায়গা দখল করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সবাই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। ছবি পোস্ট করে ভক্তদের ‘ঈদ মোবারক’ জানিয়েছেন ক্রিকেট তারকারাও।

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ঈদ করছেন সাকিব আল হাসান। উমরাহ পালন শেষে সাকিব সরাসরি যুক্তরাষ্ট্রে চলে যান। ফেসবুকে সাকিব আল হাসান লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।’

তামিম ইকবাল ঈদ করছেন ঢাকাতেই। পরিবারকে নিয়ে তার কাটছে আনন্দময় সময়। ফেসবুকে তামিম ইকবাল লিখেছেন, ‘ঈদ মোবারক! সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’

দেশে ঈদ করার সুযোগ পেলে মাহমুদউল্লাহ খুঁজে নেন নিজের আপন ঠিকানা ময়মনসিংহ। সেখানে পরিবারের সবার সঙ্গে ঈদ পালন করেন তিনি। ফেসবুকে মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘ঈদ মোবারক। এই বিশেষ দিনটি ভালবাসা, আনন্দ এবং আশীর্বাদে ভরে উঠুক।’

মুমিনুল হক ঈদ উদযাপন করছেন কক্সবাজারে। সেখানে মায়ের সঙ্গে তার ঈদ করা চাই-ই চাই। ভক্তদের শুভেচ্ছা জানাতে মুমিনুল ভুলে যাননি। তিনি লিখেছেন, ‘ভালোবাসা আর হাসিতে ভরে উঠুক ঈদের আনন্দ।’

ঢাকায় ঈদ করা তাসকিন আহমেদ লিখেছেন, ‘এই শুভ দিনে, আল্লাহর রহমত আপনার পথকে আলোকিত করুক এবং আপনার প্রতিটি পদক্ষেপে সুখ বয়ে আনুক। ঈদ মোবারক!’

লেগ স্পিনার রিশাদ হোসেন ঈদ করছেন নিজের বাড়ি নীলফামারিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিশাদ লিখেছেন, ‘ভালোবাসা, হাসি এবং উষ্ণতায় ভরা আপনাদেরকে আন্তরিক ঈদের শুভেচ্ছা পাঠাচ্ছি। এই ঈদ আপনাকে আপনার পরিবারকে আরও কাছে নিয়ে আসুক এবং ভালবাসার বন্ধনকে আরও শক্তিশালী করুক। ঈদ মোবারক।’

স্পিন অলরাউন্ডার মিরাজ লিখেছেন, ‘ঈদের এই শুভ দিনে আমার সকল শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে জানাই ঈদের শুভেচ্ছা। আসুন সকল ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ছড়িয়ে দেই সবার মাঝে, ঈদ মোবারক।’

নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, ‘ঈদ-উল-ফিতরের এই বরকতময় উপলক্ষে আল্লাহর রহমতে আপনার জীবন আনন্দ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। ঈদ মোবারক!’

সৌম্য সরকার লিখেছেন, ‘ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। নতুন চাঁদ আমাদের মাঝে আবারও সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন পবিত্র ঈদুল ফিতর নিয়ে হাজির হয়েছে। সবাইকে জানাই প্রাণঢালা ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
এপ্রি ২৬, ২০২৫
temperature icon 29°C
clear sky
Humidity 65 %
Pressure 1007 mb
Wind 8 mph
Wind Gust Wind Gust: 11 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 05:32
Sunset Sunset: 18:33

⠀আরও দেখুন

Scroll to Top