১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

ঢাকাকে গুড়িয়ে শীর্ষে খুলনা টাইগার্স

মিরর স্পোর্টস : তরুণ ক্রিকেটারদের নিয়ে বিপিএলে দল গড়েছিল খুলনা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি। বিপিএল শুরু হতেই এই তরুণরা আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন। আগের তিন জয়ের ধারাবাহিকতায় সোমবার (২৯ জানুয়ারি) দুর্দান্ত ঢাকাকে গুড়িয়ে দিয়েছেন তারা। চার ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছেন এনামুল হক বিজয়ের দলটি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে খুলনাকে ১৩১ রানের লক্ষ্য দেয় দুর্দান্ত ঢাকা। সহজ লক্ষ্যে খেলতে নেমে ৩২ বল হাতে রেখেই ১০ উইকেটে জয় নিশ্চিত করে খুলনা। এদিন দলটির দুই ওপেনার মিলে ঢাকার বোলারদের উপর ঝড় বইয়ে দেন। দলীয় ৫০ রান হতেই এভিন লুইস স্বেচ্ছায় অবসরে যান। ১৩ বলে ২৬ রান করেন ক্যারিবীয় এই ব্যাটার। বাকি পথটা অনায়াসেই পেরিয়ে যান এনামুল ও আফিফ হোসেন। দুইজনের অবিচ্ছিন্ন ৮১ রানের জুটির উপর দাঁড়িয়ে অনায়াসেই নিজেদের চতুর্থ জয়টি পেয়ে যায় খুলনা।

শীর্ষে উঠার ম্যাচে খুলনার অধিনায়ক তুলে নিয়েছেন টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। ফরচুন বরিশালের বিপক্ষে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলা এই ওপেনার আজ খেলেছেন অপরাজিত ৫৮ রানের ইনিংস। ৪৮ বলে ৪ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান। এছাড়া আগের ম্যাচগুলোতে ছন্দহীন থাকা আফিফ হোসেন এই ম্যাচে ফর্মে ফিরেছেন। খেলেছেন ২৭ বলে ৩৭ রানের ইনিংস। ছিল একটি চার ও তিনটি ছক্কার মার।

এর আগে টস জিতে ব্যাটিং নেওয়া ঢাকার শুরুটা হয়েছিল দারুণ। ৯ ওভারে ৭৫ রান তুলে ফেলেছিল বিনা উইকেটে। কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম ও মুকিদুল ইসলামের বলে খেই হারায় ঢাকার ব্যাটাররা। ৭৫ বিনা উইকেট থেকে ৯ উইকেটে ১৩০। মানে ৫৫ রানে ৯ উইকেট হারায় দলটি। সর্বোচ্চ ৪১ রান আসে নাঈম শেখের ব্যাট থেকে। এছাড়া সিয়াম আইয়্যুব খেলেন ৩৫ রানের ইনিংস। এর বাইরে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল এলেক্স রস (২১) ও আরাফাত সানি (১৫)।

খুলনার বোলারদের মধ্যে নাওয়াজ সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া ওয়াসিম ও মুকিদুল নিয়েছেন দুটি করে উইকেট।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১১, ২০২৪
temperature icon 15°C
scattered clouds
Humidity 46 %
Pressure 1015 mb
Wind 3 mph
Wind Gust Wind Gust: 3 mph
Clouds Clouds: 44%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:41
Sunset Sunset: 17:15

⠀আরও দেখুন

Scroll to Top