১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ইমরুল কায়েস

মিরর স্পোর্টস : সবশেষ ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্টে ছিলেন ইমরুল কায়েস। এরপর থেকে টাইগার এই ওপেনারকে কোনো ফরম্যাটেই লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি। এবার টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাঁ-হাতি এই ব্যাটার। আগামী শনিবার (১৬ নভেম্বর) খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণির শেষ ম্যাচটি খেলবেন তিনি।

বুধবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি।

ইমরুল কায়েস বলেন, আমি বাংলাদেশের সব ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি ভালোবাসা রেখে জানাতে চাচ্ছি যে আমি খুব দ্রুতই একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সঙ্গে আমার প্রথম শ্রেণির ক্রিকেটেরও সমাপ্তি করতে যাচ্ছি। এটি জীবনে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অভিষেকের পর সব মিলিয়ে ৩৯টি টেস্ট ম্যাচ খেলেছেন ইমরুল। ব্যাট হাতে এক হাজার ৭৯৭ রান করেছেন। তিন সেঞ্চুরির পাশাপাশি চারটি ফিফটি আছে তার নামের পাশে। সর্বোচ্চ ইনিংস ১৫০ রানের। ব্যাটিং গড় ২৪ দশমিক ২৮।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচে প্রায় ৩৪ গড়ে ৭ হাজার ৯৩০ রান করেছেন। ২০টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিও পেয়েছেন তিনি।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১১, ২০২৪
temperature icon 15°C
scattered clouds
Humidity 48 %
Pressure 1015 mb
Wind 3 mph
Wind Gust Wind Gust: 3 mph
Clouds Clouds: 47%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:41
Sunset Sunset: 17:15

⠀আরও দেখুন

Scroll to Top