৮ সেপ্টেম্বর, ২০২৪
২৪ ভাদ্র, ১৪৩১
Mirror Times BD

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মিরর স্পোর্টস : সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিকের লড়াকু ইনিংস ঘুরে দাঁড়ানোর প্রেরণা দিচ্ছে টাইগারদের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (বুধবার) নাজমুল হোসেন শান্ত’র দল শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচের মতোই আজও শুরুতে ব্যাট করবে লঙ্কানরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। আজকের ম্যাচটি স্বাগতিকদের জন্য সিরিজ বাঁচানোর। তিন ম্যাচের সিরিজে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। তারা ম্যাচ হারলেই সিরিজ জিতে নেবে লঙ্কানরা। স্বাগতিকরা আজও প্রথম ম্যাচের একাদশ নিয়ে নেমেছে। বিপরীতে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। স্পিনার আকিলা ধনাঞ্জয়ার জায়গায় নেওয়া হয়েছে পেসার দিলশান মাদুশঙ্কাকে।

আগের ম্যাচে অধিনায়ক শান্তসহ লিটন দাস, সৌম্য সরকার ও তাওহীদ হৃদয়রা দলকে হতাশ করেছিলেন। সিরিজ বাঁচানোর ম্যাচে নিশ্চয়ই তাদের কাছ থেকে ভাল ব্যাটিং প্রত্যাশা করবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। একইসঙ্গে বোলিং বিভাগের দায়িত্বে থাকা শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানদেরও সমানভাবে ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ : আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
সেপ্টে ৮, ২০২৪
temperature icon 34°C
broken clouds
Humidity 62 %
Pressure 999 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 7 mph
Clouds Clouds: 84%
Visibility Visibility: 0 km
Sunrise Sunrise: 05:48
Sunset Sunset: 18:17

⠀আরও দেখুন

Scroll to Top