মিরর স্পোর্টস : ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলে ডাক পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় সানজিদা আক্তার। সানজিদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
আজ সোমবার (১৫ জানুয়ারি) নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘ফেব্রুয়ারিতে লিগ শুরুর কথা থাকলেও সম্ভবত আমরা সে সময়টায় লিগ আয়োজন করতে পারব না, আমাদের মাঠ সমস্যা আছে। আমাদের দুই মাস সময় লাগতে পারে। যেহেতু একটা সুযোগ এসেছে, আমি ওদের সুযোগটা হাতছাড়া করতে দিইনি। খেলে আসুক। খেলা ভালো। সাবিনা আজ চলে গেছে। সানজিদাও কয়েক দিনের ভেতর চলে যাবে।’
নব্বইয়ের দশকে কলকাতার ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে জড়িয়েছিলেন বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্না। শুধু তিনি-ই নন, ওই সময় ইস্ট বেঙ্গলে খেলেছিলেন শেখ মোহাম্মদ আসলাম, গোলাম গাউস, রিজভী করিম রুমির মতো ফুটবলাররা।
এবার সেই ক্লাবে নারী দলের হয়ে খেলার অপেক্ষায় সানজিদা। এরই মধ্যে সানজিদা ভিসার জন্য আবেদনও করেছেন। এদিকে দুপুরে ভারতে খেলতে গেছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। দুই ফুটবলারেরই নিজ নিজ ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন মার্চ মাস পর্যন্ত।
ভারতীয় নারী ফুটবল লিগের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আছে ইস্টবেঙ্গল। ৪ ম্যাচে ১টি জয়ে ৩ পয়েন্ট তাদের। বাকি ৩টিতে ম্যাচেই হেরেছে তারা। ৪ ম্যাচের সব কটিতে জয়, ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উড়িষ্যা এফসি। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সাবিনার ক্লাব কিকস্টার্ট এফসি।