২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

আর্জেন্টিনাই শীর্ষে অপরিবর্তিত ব্রাজিল, পিছিয়েছে বাংলাদেশ

মিরর স্পোর্টস : মার্চে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ফিলিস্তিনের কাছে ৫-০ ও ১-০ গোলে হারের নেতিবাচক প্রভাবও পড়েছে ফিফা র‌্যাংকিংয়ে।

বৃহস্পতিবার ঘোষিত তালিকায় বাংলাদেশ পিছিয়েছে এক ধাপ। ১৮৩ থেকে বাংলাদেশ এখন ১৮৪ নম্বরে। বাংলাদেশকে ২ ম্যাচ হারানো ফিলিস্তিনের অবস্থান ৪ ধাপ এগিয়ে ৯৭ থেকে এখন ৯৩ নম্বরে।

ইংল্যান্ডকে চারে নামিয়ে তিনে উঠেছে বেলজিয়াম। ফ্রান্স দ্বিতীয় স্থান ধরে রেখেছে। আগের মতোই ৮ ও ৯ নম্বরে আছে স্পেন ও ইতালি। নেদারল্যান্ডসকে সাতে নামিয়ে ৬ নম্বরে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত শীর্ষে থাকলেও অবনমন হয়েছে ৪ ধাপ। ১১৭ থেকে তারা এখন ১২১ নম্বরে। মালদ্বীপ আগের মতো ১৬১ নম্বরে, নেপাল ৩ ধাপ নেমে ১৭৮ নম্বরে, ভুটান এক ধাপ নেমে ১৮৫ নম্বরে, পাকিস্তান আগের মতো ১৯৫ নম্বরে এবং শ্রীলঙ্কা ২০৪ নম্বরেই আছে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ২২, ২০২৫
temperature icon 15°C
clear sky
Humidity 58 %
Pressure 1011 mb
Wind 2 mph
Wind Gust Wind Gust: 1 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:52
Sunset Sunset: 17:41

⠀আরও দেখুন

Scroll to Top