মিরর স্পোর্টস : চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আর খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। সিরিজের প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পান মুশি। এতে শেষ দুই ওয়ানডে খেলা হচ্ছে না উইকেটকিপার এই ব্যাটারের। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মুশফিকের ইনজুরি নিয়ে টিম ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, ‘আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষের দিকে, উইকেটকিপিংয়ের সময় মুশফিকুর তার বাঁ-হাতের তর্জনীর ডগায় চোট পান। ম্যাচ শেষে এক্স-রে’র পর নিশ্চিত হওয়া গেছে, বাঁ-হাতের তর্জনীর ডিআইপি জয়েন্টে চিড় ধরা পড়েছে। বর্তমানে ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে আছেন তিনি এবং সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না। তার আপডেট পরে যথাসময়ে জানানো হবে।’
এদিন ৭-নম্বরে তাকে ব্যাটিংয়ে দেখা গিয়েছিল। তখনই বিষয়টি নিয়ে উঠে প্রশ্ন। তবে দলীয় বিপর্যয়ে ভালো কিছু উপহার দিতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। ঘাজনফারের ক্যারম বল মিস করে স্ট্যাম্পড হয়ে ৩ বলে ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন মুশি। ম্যাচ শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই এক্স-রে রিপোর্টে তার আঙুলে চিড় ধরা পড়ে।
জানা গেছে, মুশির পরিবর্তে নতুন করে কাউকেই দলে যুক্ত করবে না টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে থাকা আরেক উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক তার জায়গায় খেলবেন।
এদিকে আফগান সিরিজ শেষেই ওয়েস্ট ইন্ডিজে যাবে টাইগাররা। এই সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। আঙুলে চিড় ধরা পড়ায় এই সফরেও মুশফিককে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে।