মিরর ডেস্ক : হামাসের হামলার ভয়ে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল-১৪ এ সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করা লিতাল শিমেশ নামের এক নারী লাইভ সম্প্রচারে বন্দুক নিয়ে যুক্ত হওয়ার পর তার একটি ছবি ভাইরাল হয়েছে। গত মঙ্গলবার কোমরে বন্দুক নিয়ে সংবাদ উপস্থাপন করেন তিনি; সেই সময়কার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগামাধ্যমে লিতাল শিমেশ সম্প্রতি নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে বন্দুক থেকে গুলি ছোড়ার অনুশীলন করতেও দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যান্য ইসরায়েলি নারীদের অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানান তিনি।
সে সময় ইসরায়েলি বর্ডার পুলিশের ১০০ জন পুরুষ সদস্যের একটি ইউনিটের মাত্র পাঁচ নারী সদস্যের একজন ছিলেন তিনি। ফিলিস্তিনিদের সাথে সংঘাতের সময় ইসরায়েলি গোয়েন্দা সংস্থায় নিযুক্ত ছিলেন তিনি। ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা চৌকিতে দায়িত্ব পালন করেন এই নারী।
৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামাসের চালানো হামলায় ইসরায়েলে অন্তত এক হাজার ১৩৯ জনের প্রাণহানি ঘটে। একই দিন ইসরায়েল থেকে ২৪০ জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস। হামাস-ইসরায়েলের প্রায় তিন মাসের যুদ্ধে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২২ হাজার ৭২২ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এছাড়া ইসরায়েলির হামলায় আহত হয়েছেন আরও ৫৮ হাজার ১৬৬ ফিলিস্তিনি।