মিরর ডেস্ক : ইরানের একটি স্মরণসভায় করা জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএস। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) একটি টেলিগ্রাম বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জঙ্গি গোষ্ঠী সুন্নি মুসলিম গ্রুপ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
২০২০ সালে মার্কিন বিমান হামলায় নিহত সামরিক কমান্ডার কাসেম সোলেইমানির সমাধিস্থলের কাছে বুধবারের ওই জোড়া বিস্ফোরণে ৯৫ জন নিহত এবং শিশুসহ আরও ২৮৪ জন আহত হয়েছে।
এর আগে, বুধবার বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা এই হামলাকে আইএস জঙ্গিদের পরিচালিত ‘সন্ত্রাসী হামলা’র মতো বলে মন্তব্য করেছিলেন।
এ বিস্ফোরণকে ‘জঘন্য ও অমানবিক অপরাধ’ বলে অভিহিত করে এর নিন্দা করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। একইসঙ্গে রক্তাক্ত এ জোড়া বোমা হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।
রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে, একটি বিবৃতিতে খামেনি বলেছেন,‘নিষ্ঠুর অপরাধীরা…তাদের অবশ্যই জানা উচিত এখন থেকে তাদেরকে কঠোরভাবে মোকাবেলা করা হবে এবং…নিঃসন্দেহে এ প্রতিক্রিয়া হবে কঠোর।’