১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

শৈত্যপ্রবাহে জবুথবু ভারতের উত্তরাঞ্চল

মিরর ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলে শৈতপ্রবাহ দেখা দিয়েছে। অঞ্চলটির একাধিক স্থানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। রাজধানী দিল্লিসহ বেশ কিছু অঞ্চল দেখা দিয়েছে ঘন কুয়াশা। ফলে সেসব স্থানে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দৃশ্যমানতা কমে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে। এ শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া বিভাগ। বুধবার (৩ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, ভারত-শাসিত কাশ্মীরে তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রী সেলসিয়াসের (২৩ ফারানহাইট) নিচে নেমে গেছে। রাজধানী দিল্লিসহ বেশ কিছু অঞ্চল ভোরে এবং রাতে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় বিঘ্নিত হয়েছে ফ্লাইট এবং ট্রেন পরিষেবাগুলো। ফলে যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে পড়েছে।

অঞ্চলটির ডাল হ্রদ এবং অন্যান্য জলাশয়গুলো আংশিকভাবে হিমায়িত হয়ে পড়েছে। ফলে ঠিকঠাকভাবে নৌকা চালাতে পারছেন না চালকরা। এতে  যাত্রী ও পর্যটকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিম্ন তাপমাত্রার কারণে হিমায়িত হয়ে গেছে পানির পাইপলাইনগুলোও। ফলে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো হাতের নাগালে পাওয়া কঠিন হয়ে পড়েছে।
তাপমাত্রা কমে যাওয়া ও ঘন কুয়াশার কারণে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলের ট্রেনের সময়সূচীতেও পরিবর্তন এসেছে। গন্তব্যে পৌঁছাতে অনেক ট্রেন কয়েক ঘণ্টার মতো দেরি করছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ভারতীয় রেলওয়েতে প্রতিদিন প্রায় ২৩ লাখ যাত্রী যাতায়াত করে থাকে। এটিকে দেশটির পরিবহন ব্যবস্থার মেরুদণ্ড হিসাবে বিবেচনা করা হয়।

শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দিল্লিও। কিছু এলাকায় তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে। হিমশীতল এই তাপমাত্রা সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলেছে দিল্লির গৃহহীন মানুষদের। বিশেষ করে যারা ফুটপাতে রাত্রিযাপন করেন। শীতকালের অতিরিক্ত ঠান্ডা ও মারাত্মক দূষণের কারণে অনেকের মধ্যে স্বাস্থ্য সমস্যাও দেখা দিয়েছে, বিশেষ করে দিল্লিতে।

কুয়াশাচ্ছন্ন পরিবেশে গাড়ি চালানোর সময় চালকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ। সেইসঙ্গে সড়কের দৃশ্যমানতা বাড়ানোর জন্য ফগ লাইট ব্যবহারের আহ্বানও জানানো হয়েছে। এছাড়া,  জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যেতে এবং বাইরে গেলে মুখ ঢেকে রাখার নির্দেশনা দিয়েছে বিভাগটি।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১২, ২০২৪
temperature icon 23°C
broken clouds
Humidity 40 %
Pressure 1012 mb
Wind 6 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 56%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:16

⠀আরও দেখুন

Scroll to Top