মিরর ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলে শৈতপ্রবাহ দেখা দিয়েছে। অঞ্চলটির একাধিক স্থানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। রাজধানী দিল্লিসহ বেশ কিছু অঞ্চল দেখা দিয়েছে ঘন কুয়াশা। ফলে সেসব স্থানে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দৃশ্যমানতা কমে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে। এ শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া বিভাগ। বুধবার (৩ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, ভারত-শাসিত কাশ্মীরে তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রী সেলসিয়াসের (২৩ ফারানহাইট) নিচে নেমে গেছে। রাজধানী দিল্লিসহ বেশ কিছু অঞ্চল ভোরে এবং রাতে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় বিঘ্নিত হয়েছে ফ্লাইট এবং ট্রেন পরিষেবাগুলো। ফলে যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে পড়েছে।
ভারতীয় রেলওয়েতে প্রতিদিন প্রায় ২৩ লাখ যাত্রী যাতায়াত করে থাকে। এটিকে দেশটির পরিবহন ব্যবস্থার মেরুদণ্ড হিসাবে বিবেচনা করা হয়।
কুয়াশাচ্ছন্ন পরিবেশে গাড়ি চালানোর সময় চালকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ। সেইসঙ্গে সড়কের দৃশ্যমানতা বাড়ানোর জন্য ফগ লাইট ব্যবহারের আহ্বানও জানানো হয়েছে। এছাড়া, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যেতে এবং বাইরে গেলে মুখ ঢেকে রাখার নির্দেশনা দিয়েছে বিভাগটি।