মিরর ডেস্ক : লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, বৈরুতে হামাসের উপ-প্রধানকে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া না জানালে লেবাননে আরও ইসরায়েলি হামলার সুযোগ তৈরি হবে। শুক্রবার (৫ জানুয়ারি) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মঙ্গলবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে একটি ড্রোন হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরৌরি। অনেক বিশ্লেষক বলছেন, এই হামলার মাধ্যমে হিজবুল্লাহকে বার্তা দেওয়া হয়েছে যে, তাদের শক্তিশালী ঘাঁটিও ঝুঁকিমুক্ত না।
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ভাষণে নাসরাল্লাহ বলেছেন, এমন ঘটনায় হিজবুল্লাহ চুপ করে থাকতে পারে না। চুপ থাকার অর্থ হলো পুরো লেবানন, সব শহর, গ্রাম ও ব্যক্তিরা হামলার ঝুঁকিতে থাকবে।
হিজবুল্লাহ প্রধান বলেছেন, গাজায় ইসরায়েল যদি নিজেদের সামরিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয় তাহলে পরে ইসরায়েলি লক্ষ্যবস্তু পরিণত হবে লেবানন।
নাসরাল্লাহ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করার পাশাপাশি এই হত্যাকাণ্ডকে ইসরায়েলের প্রকাশ্যে আগ্রাসন বলে অভিহিত করেছিলেন।