গাজার মিসর সীমান্তের রাফা ক্রসিংয়ে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সেখানে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ৯২ জন নিহত হয়েছে।
গাজার এ অংশটি লোকারণ্য। কারণ যুদ্ধের শুরুর দিকে উত্তর থেকে দক্ষিণে তথা রাফা ক্রসিংয়ের দিকে ফিলিস্তিনিদের সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েল। আর এখনে সেখানেই হামলা জোরদার করা হয়েছে। হামলা অব্যাহত থাকলে পার্শ্ববর্তী মিসরে ফিলিস্তিনি উদ্বাস্তুর ঢল নামতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।
শনিবার রাতে রাফার পাশাপাশি দক্ষিণ গাজার আরেক শহর খান ইউনিসেও বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ করেছে ইসরায়েরে।
ইসরায়েলি বাহিনীর হামলায় রবিবার সকাল পর্যন্ত অন্তত ২৭ হাজার ২৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৬ হাজার ৪৫২ জন।
সূত্র : আলজাজিরা