মিরর ডেস্ক : জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে তোলা বিস্ময়কর স্বর্গীয় সব চিত্র শিগগিরই যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ ডাকটিকিট, চিঠি ও প্যাকেজে শোভা পাবে।
ইউএস পোস্টাল সার্ভিস (ইউএসপিএস) ২২ জানুয়ারি উন্মোচন করা দুটি নতুন প্রায়োরিটি এবং প্রায়োরিটি এক্সপ্রেস-রেট ডাকটিকিট, ‘সৃষ্টির স্তম্ভ’ এবং ‘মহাজাগতিক ক্লিফস’ এর শ্বাসরুদ্ধকর দৃশ্য প্রদর্শন করেছে। এগুলো লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে নবজাতক নক্ষত্র দ্বারা ভাস্কর্য করা মহাজাগতিক ল্যান্ডস্কেপ প্রকাশ করে।
ওয়াশিংটনে নাসা সদর দফতরের সায়েন্স মিশন ডিরেক্টরেটের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর নিকোলা ফক্স বলেন, নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বিজ্ঞান, প্রকৌশল এবং শিল্পের নিখুঁত সংযোগস্থল। এটি আমাদের মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করে। এই ডাকটিকিটগুলির সাথে, সারা দেশের লোকেরা সম্পৃক্ত থাকবে। তারা ওয়েবের চিত্তাকর্ষক চিত্রগুলির নিজস্ব স্ন্যাপশট পেতে পারে এবং এর মাধ্যমে তারা উপলব্ধি করবে জ্যোতির্বিজ্ঞানের এই যুগান্তকারী নতুন যুগের তারাও অংশ।