২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Mirror Times BD

মহাকাশ স্টেশনে আটকে পড়া সুনীতাদের পৃথিবীতে আনতে রওনা দিল মাস্কের মহাকাশযান

মিরর ডেস্ক : মহাকাশ স্টেশনে আটকে পড়া মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশযান স্পেসএক্স। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৩৩ মিনিটে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে যাত্রা করে স্পেসএক্সের ক্রু-১০ মহাকাশযান। নাসার মতে, সব কিছু ঠিক থাকলে বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন এই দুই নভোচারী।

এদিকে মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে রওনা দেওয়া ক্রু-১০ মহাকাশযানে পাড়ি দিয়েছেন আরও চার মহাকাশচারী। তাদের মধ্যে নাসা ছাড়াও জাপান ও রাশিয়ার প্রতিনিধি রয়েছেন। তারা হলেন, নাসার অ্যান ম্যাকক্লেইন, নিকোল আইয়ার্স, জ্যাক্সা’র (জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি) মহাকাশচারী তাকুয়া ওনিশি ও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের মহাকাশচারী কিরিল পেসকভ।

প্রতিবেদনে বলা হয়েছে, সুনিতা উইলিয়ামস স্বদেশ প্রত্যাবর্তনের কাছাকাছি। স্পেসএক্স ক্রু-১০ মিশন উৎক্ষেপণ করেছে। ক্রু-১০ মিশনে একটি মহাকাশযান বহনকারী ফ্যালকন ৯ রকেটটি নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নতুন ক্রু পাঠালো। এর ফলে দীর্ঘ নয় মাস পর আটকে থাকা নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের দেশে ফেরার পথ সুগম হলো।

গত বছরের জুন মাসে নাসার নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে পড়েন। মহাকাশ স্টেশনের ওই মিশনটি হওয়ার কথা ছিল এক সপ্তাহের। তবে বোয়িং স্টারলাইনার মহাকাশযানের ত্রুটির কারণে পৃথিবীতে ফেরা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। মহাকাশযান ফুটো হয়ে হিলিয়াম গ্যাস ছড়িয়ে পড়ার পাশাপাশি ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। এ কারণে গত ৯ মাস ধরে পৃথিবীতে ফিরতে পারছেন না তাঁরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে দ্রুত মহাকাশ স্টেশনে আটকে পড়া এই দুই নভোচারীকে ফিরিয়ে আনতে বলেন। মহাকাশ স্টেশনে আটকে পড়া নভোচারীদের ফিরিয়ে আনার বিষয়ে ইলন মাস্ক জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনতে বলেছেন। খবর- এনডিটিভি

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
এপ্রি ২৬, ২০২৫
temperature icon 26°C
clear sky
Humidity 65 %
Pressure 1006 mb
Wind 7 mph
Wind Gust Wind Gust: 12 mph
Clouds Clouds: 1%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 05:32
Sunset Sunset: 18:33

⠀আরও দেখুন

Scroll to Top