১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

ভারতে পিকনিকের নৌকা উল্টে ১৫ শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু

মিরর ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যে স্কুলের পিকনিকের নৌকা উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে দুইজন শিক্ষক; বাকি ১৩ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ভাদোদারার হারনি লেকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

উল্টে যাওয়ার সময় নৌকাটিতে ৩৫ জন শিক্ষক-শিক্ষার্থী ছিল।

গুজরাটের মন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে এখন সেখানে কাজ করছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ। তবে লেকের নিচে কাঁদা থাকায় তাদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, নিখোঁজদের কয়েকজন হয়ত কাঁদার মধ্যে আটকে গেছে।

পিকনিকের নৌকা উল্টে ১৫ শিক্ষক-শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঘোষণা দিয়েছেন, নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।

গুজরাটের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তারা জানতে পেরেছেন শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী নৌকাটি উল্টে যায়। প্রাথমিক অবস্থায় তারা ছয় শিক্ষার্থী নিহত হওয়ার খবর পান।

৩৫ জনের মধ্যে ১০ জনকে জীবিত এবং ১৫ জনকে মৃত উদ্ধার করায় এখনো ১০ জন নিখোঁজ আছে। তাদের উদ্ধারে সেখানে এখন ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ১৫, ২০২৫
temperature icon 18°C
broken clouds
Humidity 45 %
Pressure 1018 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 82%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:53
Sunset Sunset: 17:35

⠀আরও দেখুন

Scroll to Top