মিরর ডেস্ক : স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধি, রোহিঙ্গা সংকট, বিশ্বজুড়ে শান্তি মিশনে বাংলাদেশের অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র আজ গর্বিত।
তিনি বলেন, ’২৬ মার্চ স্বাধীনতা দিবসে আমি বাংলাদেশের মানুষদের অভিনন্দন জানাতে চাই। মুক্ত, অবাধ, নিরাপদ ও উন্নত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় আমাদের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ স্বাধীনতার আরেকটি বছর পার করছে। আমরা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষায় আমাদের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করতে চাই। এই বিষয়গুলো বাংলাদেশের উন্নতি ত্বরান্বিত করবে।’
ব্লিঙ্কেন বলেন, ‘আমি এই বিশেষ দিনে সব বাংলাদেশিকে উষ্ণ অভ্যর্থনা জানাতে চাই এবং আগামী বছর আমাদের দুই দেশের অংশীদারিত্ব ও জনগণের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশিা করি।’